thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ডিবিএর নতুন অফিস উদ্বোধন 

২০২৪ জুন ০৬ ১০:৫৫:০৩
ডিবিএর নতুন অফিস উদ্বোধন 

দ্যরিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে ব্রোকারেজ হাউজগুলোর একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিবিএর এই কার্যালয় উদ্বোধন করেন।

বুধবার (৫ জুন) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে ডিবিএর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুঁজিবাজারে ডিবিএর বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরে বলেন, ডিবিএ দক্ষ ও যোগ্য নেতৃত্বাধীন স্টক ব্রোকারদের একটি সুপ্রতিষ্ঠিত ও শক্তিশালী সংগঠন, পুঁজিবাজারে যার গুরুত্ব ও ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, ডিএসই টাওয়ারে সব আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে ডিবিএর একটি চমৎকার অফিস হলো, যেখান থেকে ডিবিএ বাজারের উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে।

এসময় তিনি বাজার উন্নয়নে সরকারের নানান পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বাজার সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। বাজারের যে কোন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার কমিশন সবসময় ডিবিএর প্রতি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি ডিবিএর আরও উন্নতি ও সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, গত ১৫ বছরে আমাদের অর্থনীতির যেভাবে উন্নতি হয়েছে, সেভাবে পুঁজিবাজারের উন্নতি হয়নি। প্রধানমন্ত্রী বিএসইসির চেয়ারম্যানকে দ্বিতীয় মেয়াদে আরও চার বছর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা আশা করবো, বাজার উন্নয়নে আমরা তার সর্বোচ্চ সহযোগিতা পাব। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে সরকার, নিয়ন্ত্রক সংস্থাসহ বাজার মধ্যস্থতাকারী সকলের সঙ্গে একযোগে কাজ করব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ, মো. মহসিন চৌধুরী, সিএমএসএফ-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, ডিএসইর পরিচালকবৃন্দ, ডিবিএর সদস্যবৃন্দ, ডিএসই ট্রেক হোল্ডারবৃন্দ, পুঁজিবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ডিবিএর পর্ষদ সদস্যবৃন্দ।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর