thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০২৪ জুন ১০ ১৮:০১:২০
প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক:লিড ব্যাংক হিসেবে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র আয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সহযোগিতায় সিরাজগঞ্জের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমদ মাসুম, পরিচালক, বিএফআইইউ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামসুদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ডেপুটি ক্যামেলকো এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় সিরাজগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন ব্যাংকের ৮৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

কর্পোরেট সংবাদ এর সর্বশেষ খবর

কর্পোরেট সংবাদ - এর সব খবর