thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক

২০২৪ জুন ১৩ ১৩:৪৬:৫৮
৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ৬০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে। ব্যাংকটি ব্যাসেল ৩ এর গাইডলাইন অনুসারে টায়ার-২ মূলধন বাড়ানোর জন্য বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করবে।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১২ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত জিরো-কুপন বন্ডের আকার হবে ৬০০ কোটি টাকা। এ বন্ডটি অরূপান্তরযোগ্য হবে। বন্ডটির মেয়াদ শেষে সম্পূর্ণভাবে অবসায়ন হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে জিরো-কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে ব্যাংকটি কুপন যুক্ত বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, বুধবারের পর্ষদ সভায় তা প্রত্যাহার করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর