thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

"মিয়ানমারকে কি আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো"

২০২৪ জুন ১৬ ১৭:৫১:৩৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: টেকনাফ সীমান্তে চলমান উত্তেজনা-শঙ্কা ইস্যুতে আওয়ামী লীগ সরকারের একহাত নিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বললেন— মিয়ানমারকে কি আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো? আমরা তো যুদ্ধ করে স্বাধীন হয়েছি। বিএনপি ক্ষমতায় থাকলে কূটনৈতিক উপায়ে এই সংকটের সমাধান করতে পারতো। পরনির্ভরশীল বলেই এই সরকার কোনো পদক্ষেপ নিতে পারছে না।

রোববার (১৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকলে সে সরকারের কোমরের জোর থাকে না। সেজন্য সীমান্ত, সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে থাকলেও তা রক্ষার দায়িত্ব সরকার পালন করছে না৷ জান-মালের রক্ষায় সেন্টমার্টিনে সেনা ও নৌবাহিনী মোতায়েন করে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন বিএনপির এ নেতা।

দেশের সীমান্ত এলাকায় মিয়ানমারের জান্তা সেনাদের তৎপরতায় শেখ হাসিনার সরকার নির্বিকার কেন, জাতি জানতে চায় বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ঈদে মানুষের মনে আনন্দ নেই। মানুষের কোরবানি দেয়ার সামর্থ নেই। যারা বড় গরু কোরবানি দিচ্ছেন, তাদের বেশিরভাগ সরকারি দলের দুর্নীতিবাজ। সরকারের ক্ষমতালিপ্সা কারণে চরম বিপর্যয়ের মুখে সারাদেশ। সব নিত্যপণ্যের দাম বেশি। ব্যাংকে টাকা নেই, এমনকি বুথে গিয়েও জরুরি কাজে টাকা তুলতে পারছে না গ্রাহকরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর