thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

প্রধানমন্ত্রীর সাথে  বিদায়ী সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

২০২৪ জুন ২১ ১০:৪৯:৪৬
প্রধানমন্ত্রীর সাথে  বিদায়ী সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার গণভবনে গিয়ে সাক্ষাত করেন সেনাপ্রধান। এসময় সেনাপ্রধান তার বিদায়ী সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এস এম শফিউদ্দিন আহমেদ খুলনার মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেন।

১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। ২০২১ সালের ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ১৮তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সেনাবাহিনীর দীর্ঘ কর্মজীবনে তিনি লজিস্টিকস এরিয়া, পদাতিক ব্যাটালিয়ন, পদাতিক ব্রিগেডসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন।

এদিকে, বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি এতদিন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর