thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

আবারও সাকিবকে অবসর নিতে বললেন শেবাগ

২০২৪ জুন ২৩ ১৪:২৬:২০
আবারও সাকিবকে অবসর নিতে বললেন শেবাগ

দ্য রিপোর্ট ডেস্ক:এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের সবচেয়ে বড় সমালোচক সম্ভবত বীরেন্দ্র শেবাগের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের কঠিন মুহূর্তে হাল ধরতে না পারায় সাকিবকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতের সাবেক ওপেনার।

সুপার এইটে ভারতের বিপক্ষে হারের পর আবারও একই পরামর্শ দিলেন তিনি।

গতকাল সুপার এইটের ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে দল যখন বিপদে, তখন ৭ বলে ১১ রান করে ফিরে যান সাকিব। তার এভাবে আউট হওয়া নিয়ে শেবাগ মনে করেন, এত অভিজ্ঞ হয়েও অভিজ্ঞতার কোনো ব্যবহার করছেন না সাকিব। এমনকি সাকিবের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ এমন মন্তব্য করেন।

ব্যাট হাতে সাকিবের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে শেবাগ বলেন, 'আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে, তাকে সঙ্গ দিন। উইকেট থাকার চেষ্টা করুন। সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন। আমি জানি না, এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না। নাকি কোনো কিছুর পরোয়া করে না সে। তার হয়তো মনে হয়েছে, এক বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে। এটা তো হতে পারে না। সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণেই আমি আগেরবার বলেছি, সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেওয়া। '

এর আগে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে লো স্কোরিং ম্যাচে হারের দায়ও সাকিবের ঘাড়ে চাপিয়েছিলেন শেবাগ। সেদিন বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে স্রেফ ১১৩ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। সেই রান তাড়ায় নেমে ব্যর্থ হন ব্যাটাররা। চারে নামা সাকিব সেদিন পারেননি চাপ সামলাতে। ৪ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। এনরিখ নরকিয়ার অফ স্টাম্পের বাইরের বাউন্সারে পুল করতে যান তিনি। যেটি সহজেই তালুবন্দি করেন এইডেন মার্করাম। চাপের মুখে থাকা বাংলাদেশের হয়ে এমন পারফরম্যান্সে সাকিবের লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন শেবাগ।

সাকিবের লম্বা ক্যারিয়ারের পরও এভাবে উইকেট বিলিয়ে দেওয়াটা ঠিক হয়নি বলে সেদিন মন্তব্য করেছিলেন শেবাগ। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘তুমি (সাকিব) অ্যাডাম গিলক্রিস্টও না, ম্যাথু হেইডেনও না। বরং বাংলাদেশি ক্রিকেটার। তোমার নিজের লেভেলে খেলা উচিত। কেন সে এমন মুহূর্তে নরকিয়ার বলে পুল শট খেলতে গেল? কেউ একজন যার ১৭ বছরেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান দরকার ছিল। ’

একজন অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি সাবেক অধিনায়কের এমন কাজে লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেন শেবাগ। তিনি বলেন, ‘তুমি (সাকিব) একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক… অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স! তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত। ’

পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে রান পেয়েছিলেন সাকিব। ৪৬ বলে ৬৪ রান করে হন ম্যাচসেরাও। এরপর সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়েছিল শেবাগের মন্তব্য নিয়ে। উত্তরে তিনি বলেন, ‘একজন খেলোয়াড় কখনও কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। খেলোয়াড়ের কাজ হচ্ছে সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা, সে যদি বোলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা ভাগ্যের ব্যাপার থাকে। ’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর