thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

ঢাকায় আট সদস্যের চীনা প্রতিনিধি দল

২০২৪ জুন ২৪ ১১:১৮:০৭
ঢাকায় আট সদস্যের চীনা প্রতিনিধি দল

দ্য রিপোর্ট প্রতিবেদক:আট সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ানছাও।

আজ সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে প্রতিনিধিদল। পরের দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে দলটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ৪ দিনের সফরে শনিবার (২২ জুন) ঢাকায় আসে মন্ত্রী লি জিয়ানছাও-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। ইতোমধ্যে তারা পদ্মা সেতু পরিদর্শনসহ কিছু কর্মসূচি শেষ করেছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

এছাড়া রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং সফরে যাবেন।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর