thereport24.com
ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১,  ৩ রবিউস সানি 1446

বেনজীরের সাভানা রিসোর্ট থেকে ১০ দিনে আয় ৭ লাখ ৫৬ হাজার 

২০২৪ জুন ২৬ ১০:৪৯:৩৭
বেনজীরের সাভানা রিসোর্ট থেকে ১০ দিনে আয় ৭ লাখ ৫৬ হাজার 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীরটোল গ্রামের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সরকারি ব্যবস্থাপনায় চালুর পর থেকে ১০ দিনে ৭ লাখ ৫৬ হাজার ৮৬৬ টাকা আয় হয়েছে।

গত ১৫ থেকে ২৪ জুন পর্যন্ত দর্শনার্থী প্রবেশ ও রাইড এবং অন্যান্য ফি, গাছের আম, ধান ও কাশবন বিক্রি করে এই অর্থ আয় হয়।

এ ছাড়া পার্কের কাশবন বিক্রি করে ২০ হাজার টাকা, গাছের আম বিক্রি করে আয় হয়েছে ৪৮ হাজার ২১৬ টাকা এবং ধান বিক্রি করে আয় হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭২০ টাকা। মোট ৭ লাখ ৫৬ হাজার ৯৩০ টাকা আয় হয়েছে ১০ দিনে। পার্ক পরিচালনায় ব্যয় হয়েছে ৬৯ হাজার ৪৩৭ টাকা। পার্কের নিট আয় ৬ লাখ ৮৭ হাজার ৪২৯ টাকা। আয়চালুর দিন থেকে গতকাল সোমবার পর্যন্ত পার্কে দর্শনার্থী প্রবেশ ফি, রাইড ফিসহ অন্যান্য খাতে আয় হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৯৩০ টাকা।


গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। ১৩ জুন পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম সার্বিক তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালককে সদস্য সচিব করে ৬ সদস্যের তদারকি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর