thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১,  ২১ জিলহজ ১৪৪৫

বাজেটে কর হার কমানোসহ নানা দাবি বিএমবিএর

২০২৪ জুন ২৬ ১২:০৬:১৪
বাজেটে কর হার কমানোসহ নানা দাবি বিএমবিএর

দ্য রিপোর্ট প্রতিবেদক:আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি মার্চেন্ট ব্যাংকের কর হার কমানোসহ নানা দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে দেশের পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের সাথে সাক্ষাৎ করেন বিএমবিএর প্রেসিডেন্টের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

বিএমবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন পুঁজিবাজারের সার্বিক বিষয়ে সচিব মো. আব্দুর রহমান খান বিএমবিএর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এ সময় আসন্ন বাজেটে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে পুঁজিবাজারের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়ে মত প্রকাশ করা হয়।

এছাড়া মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭.৫০ শতাংশ থেকে কমিয়ে অন্যান্য মার্কেট ইন্টারমিডিয়ারির কর হারের সাথে সামঞ্জস্যতা আনা, তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ করা, ভালো ও মৌলভিত্তিক কোম্পানিগুলো তালিকাভুক্ত করা, বাণিজ্যিক ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী লোন থেকে বেরিয়ে আসাসহ বিভিন্ন বিষয়ে প্রতিনিধিরা সরকারের সহযোগিতা কামনা করেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকাকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মার্চেন্ট ব্যাংকগুলোর সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন, উপ-সচিব মিসেস ফরিদা ইয়াসমিন, বিএমবিএ সভাপতি মিসেস মাজেদা খাতুন, সহ-সভাপতি মো. রিয়াদ মতিন এবং কার্যনিবাহী সদস্য মাহবুব এইচ মজুমদার।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর