thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বেলজিয়ামের বিদায়, শেষ আটে ফ্রান্স

২০২৪ জুলাই ০২ ১৩:৩৪:২০
বেলজিয়ামের বিদায়, শেষ আটে ফ্রান্স

দ্য রিপোর্ট ডেস্ক:উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। শেষ মূহুর্তের আত্মঘাতী গোলে ভর করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল।

সোমবার (১ জুলাই) মেরকুর স্পিল অ্যারেনায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ৮৪ মিনিটে কোলো মুয়ানির শট বেলজিয়ামের জ্যান ভার্টোনঘেনের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়। এতে ১-০ তে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের বাকি সময়ে আর গোল পরিশোধ করতে পারেনি বেলজিয়াম। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানরা।

প্রথমার্ধের শুরুতে দুই দলই দেখে শুনে খেলতে থাকে। পরে প্রথমার্ধের শেষের দিকে আক্রমণের ধার বাড়াতে থাকে ফ্রান্স। কিন্তু তাতে সফলতা আসেনি। ৩৪ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল মার্কাস থুরাম। ফাঁকা জায়গায় হেড নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফ্রান্স ফরোয়ার্ডের ফিনিসিংয়ের অভাবে গোলশূন্যেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ওঠতে থাকে ফ্রান্স। ৪৯তম মিনিটে চুয়ামেনির শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক। পরে ৫৪তম মিনিটেও এমবাপের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৬১তম মিনিটে বেলজিয়ামও সুযোগ পেয়েছিল। ডি ব্রুইনের থ্রুতে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন কারাস্কো। কিন্তু শট নিতে খানিকটা দেরি করে ফেলেন তিনি। ৭১ মিনিটের মাথায় লুকাকুর শট ফিরিয়ে দেন ফরাসি গোলরক্ষক। এরপর ম্যাচের ৮৪ মিনিটে ফরাসিদের ভাগ্য প্রসন্ন হয়। কোলো মুয়ানির শট বেলজিয়ামের জ্যান ভার্টোনঘেনের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এতে ১-০ তে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়ে গোল মেটাতে পারেনি বেলজিয়াম। এতে জয় নিয়ে শেষ আটে পৌঁছে যায় ফরাসিরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর