thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না:  কাদের

২০২৪ জুলাই ০৩ ১৯:১০:৫০
পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না:  কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি এখন পরনির্ভর। কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে দলটি। তবে পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে দলের ৭৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মনের জোর কমে গেছে। মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায়। গাড়ি চালকদের মতো বিএনপিও এখন বেপরোয়া, কখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক নেই। দলটির নেতাদের দিনের আরাম ও রাতের ঘুম হারাম হয়ে গেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, রিজার্ভ বাড়তে শুরু করেছে। জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর