thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান, অংশ নেবেন প্রধানমন্ত্রী

২০২৪ জুলাই ০৩ ১৯:১১:৫৪
পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান, অংশ নেবেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী’ উপলক্ষে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত ‘সুধী সমাবেশে’ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৪টায় তিনি সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস উইং।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এই পদ্মা বহুমুখী সেতুর নির্মাণের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন শেষ হয়েছে। এই সমাপ্তি উপলক্ষে মাওয়া প্রান্তে একটা সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সুধী সমাবেশে প্রধানমন্ত্রী থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজন যেখানে হয়েছিল, সেখানেই সমাপনী অনুষ্ঠান হবে।

গত দুই বছরে পদ্মা সেতু দিয়ে ১ কোটি ২৭ লাখ যানবাহন চলাচল করেছে। ২৯ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৬৬১ কোটি টাকা। প্রতিদিন গড়ে যান চলাচল করেছে প্রায় ১৯ হাজার। প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর