thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পেনশন প্রত্যয়:  আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা শিক্ষকদের

২০২৪ জুলাই ০৬ ১৩:৩৫:১৪
পেনশন প্রত্যয়:  আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা শিক্ষকদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। অন্যদিকে এই কর্মসূচি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে ১ জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেয়া হচ্ছে। তবে এসব যুক্তি মানছেন না আন্দোলনকারী শিক্ষকেরা।

ঢাকা, জগন্নাথ, বুয়েট, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রত্যয় বাতিলসহ তিন দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ আন্দোলনে শরিক হয়েছেন এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও। প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করছেন তারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর