thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ইউরোর সেমি ফাইনালে যে যার মুখোমুখি

২০২৪ জুলাই ০৭ ১২:৪৯:৪৫
ইউরোর সেমি ফাইনালে যে যার মুখোমুখি

দ্য রিপোর্ট ডেস্ক:ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কোয়ার্টার ফাইনাল শেষ করে পা রেখেছে সেমি-ফাইনালের ঘরে। ২৪ দল নিয়ে শুরু হওয়া ইউরোপের শ্রেষ্ঠত্বের এই ফুটবল আসর নেমে এসেছে ৪ দলে। নিশ্চিত হয়ে গেছে সেমি-ফাইনাল মহারণের দলগুলো।

প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে বিদায় করে সেমি-ফাইনাল নিশ্চিত করে স্পেন। এরপর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে বিদায় করে শেষচারেপা রাখে ফ্রান্স। প্রথম সেমি-ফাইনালে এই দুই দল মুখোমুখি হবে।

এদিকে শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে সুইজার‌ল্যান্ডকে বিদায় করে দ্বিতীয় সেমি-ফাইনালে পা রাখে ইংল্যান্ড। শেষ কোয়ার্টারে তুরস্ককে বিদায় করে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

সেমি-ফাইনালের আগে অবশ্য দলগুলো ৩ দিন সময় পাচ্ছে প্রস্তুতির। ১০ ও ১১ জুলাই হবে দুই সেমি-ফাইনাল । বাংলাদেশ সময় রাত ১টায় হবে ম্যাচগুলো। প্রথম সেমি-ফাইনাল হবে জার্মানির মিউনিখে। দ্বিতীয় সেমি-ফাইনাল হবে ডর্টমুন্ডে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর