thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

"সরকার কোটা বাতিল করেনি, আদালতের রায়ে এটি বাতিল হয়েছে"

২০২৪ জুলাই ০৭ ১২:৫৬:৫৭

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকার কোটা বাতিল করেনি, আদালতের রায়ে এটি বাতিল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকারের এখানে কিছু করার নেই বলেও জানান তিনি।

চট্টগ্রামের প্রেসক্লাবের অডিটোরিয়ামে বিএফইউজের আয়োজনে প্রীতি সাংবাদিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

এ সময় তিনি আরও বলেন, ভারত, চীন সবার সাথেই বাংলাদেশ সুসম্পর্ক রেখে চলবে, সবার সাথে ভালো সম্পর্ক রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান।

তিনি বলেন, কিন্তু এসব দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। যে কোনো দেশেই প্রধানমন্ত্রী সফর করলে তারা মনে করে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। একটা দেশকে কয়বার বিক্রি করা যায় বিএনপির কাছে পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন রাখেন।

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর