thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ছিটকে পড়ার দায় নিয়ে ব্রাজিল কোচ বললেন, ধৈর্য ধরুন

২০২৪ জুলাই ০৮ ১৩:৩৩:৪৪
ছিটকে পড়ার দায় নিয়ে ব্রাজিল কোচ বললেন, ধৈর্য ধরুন

দ্য রিপোর্ট ডেস্ক:কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরেছে সেলেসাওরা।

গত আসরে ফাইনাল খেলা দলটির এমন পালাবদল রীতিমত হতাশই করেছে ভক্তদের। তবে কোচ দরিভাল জুনিয়র দলটিকে নিয়ে ধৈর্য ধরতে বললেন।

ম্যাচের শেষ ১৬ মিনিট ১০ জন নিয়েই খেলেছে উরুগুয়ে। কিন্তু তারপরও কোনো গোল আদায় করতে পারেননি। গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ব্রাজিলের হয়ে পেনাল্টি মিস করেন এদের মিলিতাও ও দগলাস লুইস।

হারের দায় নিয়ে ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, 'আমাকে স্বীকার করতেই হবে, এই ফল প্রত্যাশিত ছিল না এবং আমি এর পুরো দায় নিচ্ছি। তবে আমি মনে করি এই দলের উন্নতি করার, বিকশিত হওয়ার ও বেড়ে ওঠার জন্য অনেক জায়গা আছে। এই ধরনের কাজের জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন। '

কোয়ার্টার খেলার আগে গ্রুপ পর্বেও খুব একটা ছন্দে ছিল না ব্রাজিল। তিন ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। কাতার বিশ্বকাপের পর থেকে ক্রমশই অবনতির দিকে হাঁটছে সেলেসাওরা। কোচ বদলাতে হয়েছে তিনবার। আরেকটি বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, তখন দল নিয়ে দুশ্চিন্তাই হওয়ার কথা ভক্তদের। তবে দরিভাল দিলেন আশ্বাসের জ্বালানি।

তিনি বলেন, 'এখন পুনর্গঠনের প্রক্রিয়া চলছে; সাধারণত একটি দল গড়তে হলে কঠিনতার মধ্য দিয়ে যেতে হয়। এটা ছিল আমাদের প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট এবং এখানে আমাদের রেজাল্ট প্রত্যাশার চেয়ে অনেক বাজে হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য এখন বিশ্বকাপে জায়গা করে নেওয়া। '

'টুর্নামেন্টের শুরুর দিকে বেশ কিছু সমস্যা ছিল আমাদের। আমার মনে হয় আমরা অনেকগুলো ভুলই শুধরে নিয়েছি। এই অল্প সময়ে প্রক্রিয়াটিকে গতিময় করার জন্য কঠিনভাবে কাজ করতে হয়েছে আমাদের। আমার মনে হয়, ভবিষ্যতে আমরা কিছু সময় পাব। এই মুহূর্তে বিশ্বকাপ বাছাইপর্বে তালিকার ছয়ে আছি এবং সেটা নিয়ে স্বস্তিতে নেই আমরা। '

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর