thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

শাহবাগে কোটা আন্দোলনকারীদের পাশে অবস্থান নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ

২০২৪ জুলাই ১০ ১৩:৪৭:৪৩
শাহবাগে কোটা আন্দোলনকারীদের পাশে অবস্থান নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে ২ দাবিতে বিক্ষোভ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডসহ কোটার পক্ষের বেশ কয়েকটি সংগঠন। অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটাবিরোধী শিক্ষার্থীরাও শাহবাগ অবরোধ করতে আসার কথা। ফলে শাহবাগ এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা।

বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় কোটার পক্ষের সংগঠনগুলো। এদিকে, পূর্বঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচি সফল করতে কিছুক্ষণের মধ্যেই শাহবাগে আসার কথা আন্দোলনকারী শিক্ষার্থীদের। ফলে শাহবাগ এলাকায় তৈরি হতে পারে উত্তেজনাকর পরিস্থিতি।

যদিও পরিস্থিতি সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শাহবাগ মোড়ে এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ ঘিরে রয়েছে পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. ফারুক হোসেন জানান, শাহবাগে গুরুত্বপূর্ণ দুটি বড় হাসপাতাল রয়েছে। সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেওয়া হবে না। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এছাড়া শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর