thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

২০২৪ জুলাই ১১ ১৭:১৫:৩৮
সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ৩৪৩ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫০৬ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ২০৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬৪ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৬৭ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬ টি কোম্পানির, দর কমেছে ৩৪৩ কোম্পানির। আর ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর