thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

জবি শিক্ষার্থীদের মিছিলে গুলি, আহত চার 

২০২৪ জুলাই ১৬ ১৬:৪২:১৪
জবি শিক্ষার্থীদের মিছিলে গুলি, আহত চার 

দ্য রিপোর্ট প্রতিবেদক:কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণ করা হয়েছে। এতে চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে কোর্ট পার হয়ে রায়সাহেব বাজারের দিকে এগিয়ে গেলে এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের। তার নাম ফেরদৌস আহমেদ। আরেকজন ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিক। তাদের ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়েছে। বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট পার হলে এ গুলির ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ গুলি করছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ বিষয়ে লালবাগের কোতোয়ালি জোনের এএসপি নজরুল বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপের মিছিল করতে দেখেছি। অন্য গ্রুপ দেখিনি।

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর