thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ছাত্রদের  পৈশাচিক নির্যাতন করছে সরকার:   মির্জা ফখরুল

২০২৪ জুলাই ১৬ ১৬:৪৪:৩১
ছাত্রদের  পৈশাচিক নির্যাতন করছে সরকার:   মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ছাত্রদের যৌক্তিক দাবি দমন করতে, পৈশাচিক নির্যাতন করছে সরকার। এখনই ক্ষমতাসীনদের না রুখলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।এ সময় ছাত্রদের ডাকে সাড়া দিয়ে, সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, দেশে আইনের শাসন-ন্যায়বিচার নেই।এমনকি, কথা বলারও অধিকার কেড়ে নেয়া হচ্ছে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার- এমন অভিযোগ তোলেন তিনি।

তার দাবি, বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে ক্ষমতাসীনরা। পাকিস্তানের সেনাবাহিনী যা করেছিলো, সেই তুলনায় আওয়ামী লীগ কোনো অংশে কম নয়। বর্বর সরকারকে আর সময় দেয়া যাবে না। নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর