thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

সিটি করপোরেশন এলাকার  প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

২০২৪ জুলাই ১৭ ১২:২৪:০৭
সিটি করপোরেশন এলাকার  প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক:কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় এবার দেশের আট বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার।

বুধবার (১৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণিকার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট মঙ্গলবার বন্ধ ঘোষণার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার রাতেই দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর