thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

আমরা  ধৈর্যের পরীক্ষা দিচ্ছে: র‍্যাব

২০২৪ জুলাই ১৮ ১১:৩৬:০৩
আমরা  ধৈর্যের পরীক্ষা দিচ্ছে: র‍্যাব

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) অধিনায়ক (সিও) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার দিনগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানার সামনে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা সুন্দরভাবে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা বিভিন্ন গলি থেকে এসে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আমরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি। পরিস্থিতি আরও খারাপ হলেও আমাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা আছে।

তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত জনবল আছে। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। জানমালের নিরাপত্তার স্বার্থে যেসব লোক রাস্তায় এসেছে তারা যেন রাস্তা ছেড়ে দেয়

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর