thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

"কোটা আন্দোলন নিয়ে  রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ  করছে   একটি গোষ্ঠী"

২০২৪ জুলাই ১৮ ১৫:১০:২৮

দ্য রিপোর্ট প্রতিবেদক:একটি গোষ্ঠী রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে কোটা আন্দোলনকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এই আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি-জামায়াত আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

কোটা আন্দোলন ধৈর্য ও সহনশীলতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। দ্রুত এই ষড়যন্ত্রের স্বরূপ উদঘাটিত হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে যারা এই পরিস্থিতি তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময়, সব নেতাকর্মীদের পথে থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর