thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে  তালা

২০২৪ জুলাই ১৮ ১৫:২৯:০৯
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে  তালা

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে ফের ঝুলছে তালা। ফটকের সামনের ফুটপাত ও মূল সড়কে টানানো রয়েছে ক্রাইম সিন লেখা হলুদ ফিতা। কার্যালয়ের আশপাশে পুলিশ সতর্ক রয়েছে। পুলিশ ছাড়াও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা। অনেকটাই ফাঁকা নয়াপল্টন এলাকা। নেই কোনো নেতাকর্মী। বৃহস্পতিবার দুপুরে এমনই চিত্র দেখা গেছে।

সরজমিনে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চার পাশে বাঁশের খুঁটিতে ক্রাইম সিনের হলুদ ফিতা টানিয়ে দিয়েছে ডিবি পুলিশ। দুই পাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রয়েছে পুলিশ ক্রাইম সিনের গাড়ি। কার্যালয়ে সামনের ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটতে দেওয়া হচ্ছে না। তবে হেঁটে চলা পথচারীদের কেউ-কেউ কৌতূহল নিয়ে একে-অপরের কাছে জানতে চান- কেন এই অবস্থায় বিএনপি কার্যালয়। আবার অনেককে ছবি তুলতে দেখা গেছে।

এদিকে কার্যালয়ের মূল ফটকের কলাপসিবল গেট তালাবদ্ধ। ভিতরে দুটি চেয়ার এলোমেলোভাবে রয়েছে। তবে বিএনপির কার্যালয়ের সামনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে রাখার অর্থ হচ্ছে- বিএনপি কার্যালয়ে কেউ প্রবেশ কিংবা বের হতে পারবে না। অপরাধ তদন্তের জন্য সেখান থেকে পুলিশ আলামত সংগ্রহ করছে। পুলিশের তদন্ত কাজের এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিএনপি কার্যালয় বন্ধ থাকবে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে রাতেই কার্যালয়কে 'ক্রাইম সিনের' আওতায় নিয়ে আসা হয়। এরপর গত ২ দিনে বিএনপির কোনও নেতাকর্মী কার্যালয়ে আসেনি।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়টি ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা টানিয়ে দিয়েছিল পুলিশ। তার সাড়ে ৮ মাসের মাথায় আবার গত মঙ্গলবার মধ্যরাতে দলটির কার্যালয়ে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। তখন থেকেই বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা।

Advertise

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর