thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

"ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয়"

২০২৪ জুলাই ১৮ ১৯:৫৯:১৬

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘আমাদের সব ধরনের ব্যবস্থা আছে। তবে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয়।’

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যকে যারা দুর্বলতা মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমি অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান।’ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হারুন বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনকারীদের মধ্যে মাদরাসার ছাত্র, ছাত্রদল, যুবদল, জামায়াত-শিবিরের লোক ঢুকে গেছে। তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, ভাঙচুর করছে। আমরা কাউকে ছাড় দেবো না।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সকাল থেকেই উত্তপ্ত রাজধানী ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। পুড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীতে একাধিক পুলিশ বক্স। ক্যান্টিনের পর এবার আগুন দেওয়া হয়েছে বিটিভির মূল ভবনে। টোল প্লাজায়ও দেওয়া হয়েছে আগুন। মিরপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে ফুটওভার ব্রিজ। অফিস-আদালতও থমথমে। এমন পরিস্থিতির মধ্যে বনানীর সেতুভবন ও আগারগাঁও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর