thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আজ থেকে স্বল্প দূরত্বে চলবে  ট্রেন 

২০২৪ জুলাই ২৫ ১০:১০:০৮
আজ থেকে স্বল্প দূরত্বে চলবে  ট্রেন 

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ থেকে স্বল্প দূরত্বে কিছু যাত্রীবাহী ট্রেন চলবে। ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল পথের কমিউটার ট্রেন আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে চলাচল করবে।

এছাড়া তিতাস কমিউটার ট্রেন ঢাকা-ব্রাহ্মণবাড়ীয়া রুটে চলাচল করবে। ট্রেনটি সকাল সোয়া ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়বে আর দুপুর ১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়ীয়া থেকে যাত্রা শুরু করবে।

বুধবার (২৪ জুলাই) চলমান পরিস্থিতিতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন চলাচলের বিষয়ে এ সিদ্ধান্ত নেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর বলেন, কারফিউ শিথিল সময়টাতেই স্বল্প দূরত্বের ট্রেন চলবে। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী বৃহস্পতিবার ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর