thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১,  ১৫ রবিউল আউয়াল 1446

জুলাইয়ে প্রবাসী আয়ে ধাক্কা, এসেছে ১৯০ কোটি ডলার

২০২৪ আগস্ট ০১ ২১:৪২:৪৯
জুলাইয়ে প্রবাসী আয়ে ধাক্কা, এসেছে ১৯০ কোটি ডলার

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে জুলাই মাসে প্রবাসী আয়ে মারাত্মক প্রভাব পড়েছে। দুই সপ্তাহে ধাক্কায় প্রবাসী আয় অর্ধেকে নেমে আসে তবে মাসের শেষ চারদিনে প্রবাসী আয় একটু বাড়ে।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

তথ্য বলছে, বিদায়ী জুলাই মাসের ১৩দিন দিনে যে প্রবাসী আয় আসে, দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্রতার মধ্যে দুই সপ্তাহে প্রবাসী আয় অর্ধেকে নেমে আসে। মাসের ২৭ জুলাই পযর্ন্ত প্রবাসী আয় আসে ১৫৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার। মাসের শেষ চার দিনে ২৮ থেকে ৩১ জুলাই পযর্ন্ত প্রবাসী আয় আসে ৩৪ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার। পুরো জুলাই মাসে প্রবাসী আয় আসে ১৯০ কোটি ৯০ লাখ ডলার।

এ তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মাসের প্রথম ২৭ দিনে প্রতিদিন প্রবাসী আয় আসে ৫ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। শেষ চারদিন ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত চারদিনে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৫৩ লাথ ৮৫ হাজার ডলার।

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশে অস্থিরতা কমে আসার প্রেক্ষাপটে শেষের দিকে প্রবাসী আয় কিছুটা বাড়লেও গত বছরের জুলাই ও আগের মাস জুনের তুলনায় কমেছে প্রবাসী আয়।

২০২৩ সালের একই মাস জুলাইয়ের চেয়ে চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় ছয় কোটি ৪০ হাজার ডলার কম। ২০২৩ সালের জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। আর আগের মাস জুনে প্রবাসী আয় এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার।

সদ্য বিদায়ী মাস জুলাইয়েসরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রবাসী আয়ে যে ক্ষত তৈরি হয়েছে, মাসের শেষের দিকে এ ক্ষত একটু প্রশমিত হলেও চিহ্নটা এখনো স্পষ্ট।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর