thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

‘অবৈধ মন্ত্রিপরিষদকে গণধোলাই দেওয়া ছাড়া কোন পথ নেই’

২০১৩ নভেম্বর ১৩ ১৫:১০:৩৮

দিরিপোর্ট প্রতিবেদক : অবৈধ মন্ত্রিপরিষদকে গণধোলাই দেওয়া ছাড়া কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি রুহুল আমিন গাজী।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার সকালে দেশবরেণ্য চিকিৎসক সমাজের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পদত্যাগপত্র জমা দিলেই মন্ত্রীত্ব বাতিল হয়ে যায়। কিন্তু মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েও মন্ত্রণালয়ে যাচ্ছেন।

এসময় আইনমন্ত্রীর বক্তব্যকে তামাশা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্রের চাদর গায়ে দিয়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ জনগণের রায়কে স্বেচ্ছাচারের হাতিয়ারে পরিণত করেছে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ডিন সাইফুল ইসলাম। তিনি বলেন, সরকার প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা চালাচ্ছে। অতীতে বর্তমান ক্ষমতাসীনরা ২০২ দিন সহিংস হরতাল পালন করে এবং সর্বপ্রথম গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। আর তাদের (আওয়ামী লীগের) নেতাকর্মীরা এখন গতকালের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে সমালোচনা করছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিরোধী দল নিধন এবং গণতান্ত্রিক অধিকার হরণ করছে। এই একদলীয় শাসন জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তারা তা প্রতিহত করবে।

এসময় তিনি নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে সৈয়দ আবদাল আহমেদ, জাহাঙ্গীর আলম প্রধান, প্রফেসর আশরাফ হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. গোলাম মাঈনুদ্দিন, কিডনী বিশেষজ্ঞ নূরউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

(দিরিপোর্ট/এসআর/এমএইচও/এইচএসএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর