thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

সিলেটে পুলিশ-শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষ, টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

২০২৪ আগস্ট ০২ ১৯:৪৯:৪৫
সিলেটে পুলিশ-শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষ, টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

দ্য রিপোর্ট প্রতিবেদক:সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থীদের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে দিয়েছে ছত্রভঙ্গ করছে পুলিশ।

তবে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

শুক্রবার (০২ আগস্ট) বিকাল সাড়ে ৩টা নাগাদ থেকে সিলেটের আখালিয়া, মদিনা মার্কেট ও পাঠানটুলা এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে সারা দেশে ডাকা ছাত্র-জনতার গণমিছিলে যোগ দিতে শুক্রবার বিকাল ৩টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সামনে সিলেটের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এতে শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

এসময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, ‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘জেগেছে রে জেগেছে , ছাত্র সমাজ জেগেছে’,‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর