thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেয়ার আল্টিমেটাম

২০২৪ আগস্ট ০৩ ১৯:৫৮:২৮
২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেয়ার আল্টিমেটাম

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিশ্ববিদ্যালয়ের হলগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একইসাথে এ আন্দোলন চলমান থাকবে বলেও জানিয়েছেন তারা।

শনিবার (৩ আগস্ট) শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হয়ে এ ঘোষণা দেন। এদিন রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের মিছিলে জনসমুদ্রে রূপ নিয়েছে শহীদ মিনার এলাকা।

শিক্ষার্থীরা এখনও সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটি তুলে ধরেন। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর