thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নিষেধাজ্ঞা অমান্য করে মিরপুর ডিওএইচএসে ফের ছাত্র জনতার বিক্ষোভ

২০২৪ আগস্ট ০৩ ২০:০১:০৫
নিষেধাজ্ঞা অমান্য করে মিরপুর ডিওএইচএসে ফের ছাত্র জনতার বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ডিওএইচএস পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা ও শিক্ষক সমাজ। রোববার বিকাল সাড়ে ৪ টায় মিরপুর ডিওএইচএসের বসবাসকারী কয়েক হাজার মানুষ ও বিইউপি’র শিক্ষার্থীরা এ মিছিলে অংশ নেন। মিছিলটি মিরপুর ডিওএইচএসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিলে অংশ গ্রহণকারীরা কয়েকজন বিক্ষোভকারী জানান শনিবার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে ডিওএইচএসের ভেতর গণমিছিল করলে ডিওএইচএস পরিষদ এই এলাকায় মিছিল মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা দেয়।

আজ ডিওএইচএসের হাজার হাজার লোক নিষেধাজ্ঞা ভেঙে রাস্তায় নেমেছে। আন্দোলনকারীদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও অনেক সাবেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।

উল্লেখ্য, মিরপুর ডিওএইচএসে মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন। মিছিলে বিপুলসংখ্যক সেনা সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর