thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

দয়া করে আইন হাতে তুলে নেবেন না: তারেক রহমান

২০২৪ আগস্ট ০৫ ২১:৫৮:২১
দয়া করে আইন হাতে তুলে নেবেন না: তারেক রহমান

দ্য রিপোর্ট প্রতিবেদক: শেখ হাসিনার পদবিজয় শান্তভাবে উদযাপন করুন, দয়া করে আইন হাতে তুলে নেবেন না: তারেক রহমানত্যাগ ও দেশ ছাড়ার পরবর্তী পরিস্থিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না।

তিনি আরও বলেন, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-ও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দুয়েকদিনের মধ্যে তার বাসায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর