thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

২০২৪ আগস্ট ০৫ ২১:৫৯:২৪
পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে গণভবন ঘেরাও করে সাধারণ ছাত্র-জনতা। এর আগেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি।

বিভিন্ন সূত্রের খবর শেখ হাসিনার সাথে দেশ ছেড়েছেন তার বোন শেখ রেহানাও। বঙ্গভবন থেকে একটি হেলিকপ্টারে করে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার দিকে যান দুই বোন। একাধিক ভারতীয় গণমাধ্যম এটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ শেষ পর্যন্ত সরকার পতনের একদফায় গিয়ে ঠেকে। শতশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয় গত কয়েকদিনে। সবশেষ ১৫ বছরের আওয়ামী লীগ সরকার শেষ হয় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর