thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ, পদত্যাগ করলেন ডেপুটি গভর্নর

২০২৪ আগস্ট ০৭ ১৮:১৭:৫৮
বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ, পদত্যাগ করলেন ডেপুটি গভর্নর

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। বিক্ষুদ্ধরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধানের পদত্যাগ দাবি করেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন।

আজ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব দিয়ে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি কাজী সাইদুর রহমান, ডিজি-১ নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পন করে অদ্য পদত্যাগ করলাম। ’

এই প্রতিবেদন লেখার সময় সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তারা বিক্ষোভ করছিলেন। বিক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা ডেপুটি গভর্নর ফ্লোরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। তারা বিভিন্ন অনিয়মে সহায়তাকারীদের পদত্যাগ ও গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর