thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী

২০২৪ আগস্ট ০৯ ১৪:২১:৩২
পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ ছেড়েছেন আব্দুস সালাম মুর্শেদী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

দুদিন আগেই সালাম মুর্শেদীসহ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছে আল্ট্রাস হিসেবে পরিচিত বাংলাদেশের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী। পদত্যাগের কারণ জানতে সালাম মুর্শেদীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। তবে বাফুফের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন তিনি।

২০০৮ সাল থেকে টানা ১৬ বছর বাফুফেতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন সালাম মুর্শেদী। এছাড়া ফিন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির পদেও ছিলেন তিনি। ফান্ড নিয়ে অনিয়ম করার কারণে বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে গত মে মাসে তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর