thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পুঁজিবাজার সংশ্লিষ্টদের অভিনন্দন

২০২৪ আগস্ট ১০ ১০:৩১:১৩
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পুঁজিবাজার সংশ্লিষ্টদের অভিনন্দন

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধান উপদেষ্টা হিসেবে বরেণ্য অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে।

নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদের দায়িত্বগ্রহণকে অভিনন্দন জানিয়েছেন দেশের পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

শুক্রবার (৯ আগস্ট) পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ও আলোচনায় এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের পক্ষ থেকে নতুন সরকারের জন্য সার্বিক সহযোগীতা থাকবে। পুঁজিবাজারের উন্নয়নে নতুন সরকারের যেসব পলিসি থাকবে, তা বাস্তবায়নের জন্য বিএসইসির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী একসঙ্গে কাজ করবো। এছাড়া দেশের পুঁজিবাজারের উন্নয়নে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যারা আছে, তাদেরকে নিয়ে বিএসইসি টিমওয়ার্ক হিসেবে কাজ করবে, যাতে পুঁজিবাজারে স্থিতিশীলতা দীর্ঘ মেয়াদে ধরে রাখা সম্ভব হয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সিএসইর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সিএসইর প্রত্যাশা, জাতির এই ক্রান্তিলগ্নে অচিরেই এই সরকারের নেতৃত্বে অর্থনীতি গতি ফিরে পাবে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনার মাধ্যমে জাতি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োজিত সকল উপদেষ্টা নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ব্যক্তিত্ব। দেশ-বিদেশে তাদের পরিচিতি ও সুনাম রয়েছে। আমরা আশা করি, তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্ব পুঁজিবাজারসহ দেশের সকল স্তরে প্রয়োজনীয় সংস্কার ও সুশাসন নিশ্চিত করে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের পাশে থেকে ডিবিএ সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রথম সহ-সভাপতি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএমবিএর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই ক্রান্তিলগ্নে তারা যে এগিয়ে এসেছেন সে জন্য সাধুবাদ জানাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্ররা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়া দীর্ঘ একমাস আন্দোলনের ফলে যে পরিবর্তন এসেছে, তা যেন সফল হয় সে কামনা করছি। আমরা গত তিনদিন ধরে মার্কেটের যে ঊর্ধ্বমুখীতা দেখতে পাচ্ছি তা অন্তর্বর্তীকালীন সরকারের ওপর বিনিয়োগকারীদের আস্থার বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারকে ঘিরে সাধারণ মানুষের যে বিরূপ ধারণা ছিল তা পরিবর্তন হয়ে আস্থায় রূপ নেবে বলে আমরা বিশ্বাস করি।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামন্ডলীর সকল সদস্যদের অভিনন্দন জানাচ্ছি। আমরা বিনিয়োগকারীরা স্থায়ী ও স্থিতিশীল পুঁজিবাজার চাই। পুঁজিবাজারে অতীতে যেসব অনিয়ম ও দুর্নীতি ঘটেছে তা থেকে বিনিয়োগকারীরা পরিত্রাণ চায়। এ সরকারের নেতৃত্বে ভবিষ্যতে আমরা স্বচ্ছ ‍ও জবাবদিহিমূলক পুঁজিবাজার প্রত্যাশা করছি। বিনিয়োগকারীরা যাতে পুঁজিবাজারে কারসাজির কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সালেহ উদ্দিন আহমেদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।

ঢাকা/এনটি/টিপু

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর