thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১,  ১৬ রবিউল আউয়াল 1446

কাদের ও কামালকে নিষেধাজ্ঞা দিতে মার্কিন কংগ্রেসের ৬ সদস্যের চিঠি

২০২৪ আগস্ট ১০ ২১:৪৫:০৪
কাদের ও কামালকে নিষেধাজ্ঞা দিতে মার্কিন কংগ্রেসের ৬ সদস্যের চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ৬ সদস্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সদস্যরা।

চিঠি দেয়া কংগ্রেস সদস্যরা হলেন, লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন।

চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। কংগ্রেস সদস্যরা বলেন, আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী পুলিশ ও বিজিবি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের।

অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিক্ষোভকারীদের ওপর হামলা করতে ছাত্রলীগকে নির্দেশ দেন উল্লেখ করেন ৬ কংগ্রেস সদস্য। এসব কারণেই আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর