thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য বানিয়েছি : ড. ইউনূস

২০২৪ আগস্ট ১০ ২১:৪৯:৪১
আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য বানিয়েছি : ড. ইউনূস

দ্য রিপোর্ট প্রতিবেদক: শক্তিকে মহান উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা সংবাদমাধ্যম, আপনাদের মাধ্যমেই আমরা আবু সাঈদের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর জানতে পেরেছি। আপনাদের মহান শক্তি। এই শক্তিটাকে প্রয়োগ করে কীভাবে জাতিকে একত্র করা যায়, এক পরিবার বানানো যায়, কেউ কাউকে মারার জন্য নয়। আমরা মারার জন্য দেশ বানাইনি গড়ার জন্য দেশ বানিয়েছি। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে বুঝিয়ে দেওয়া।

শনিবার (১০ আগস্ট) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সেখানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রংপুরে বহুবার এসেছি। বহুদিন থেকে আমি রংপুরের সাথে সংযুক্ত। এর আগে এ রকম ভারি মনে রংপুর আসিনি কোনো দিন। রংপুরের দারিদ্র, দুরাবস্থা ক্রমাগতভাবে দেখে গেছি। আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে (আবু সাঈদ) সারা বাংলাদেশকে পাল্টিয়ে দিয়েছে। শুধু বলেছে আর না, তুমি যতই অত্যাচার কর আমি আছি। সে বুক পেতে দিয়েছে অত্যাচারকে গ্রহণ করার জন্য। তার বুক ছিঁড়ে গুলি চলে গিয়েছে। এই আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনা, প্রতিবাদ। তার তো আর কিছু করার নেই নিজের শরীর ছাড়া, সেই শরীরটা দিয়েই সে প্রতিবাদ করেছে আত্মাহুতি দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা অত্যাচারীর ভূমিকায় সবাই। সেই ভূমিকা পরিবর্তন করতে হবে। আমরা ন্যায়বিচার সভ্যতার কথা বলি কিন্তু সেগুলোর অভাব ছিল। যা আবু সাঈদ সবার সামনে তুলে ধরল। কী রকম অবিচার মানুষ মানুষের ওপরে করতে পারে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি। যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছেন, সালাম দিচ্ছেন। তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছো। সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে। এ রকম প্রতিবাদী যুবক এখানে কীভাবে জন্ম নিল? আমরা বলছি যে মহাকাব্য পড়ি। মহাকাব্যের নায়ক-নায়িকাদের বলি, আবু সাঈদ এই মহাকাব্যের নায়ক। সে নিজেই রচনা করে দিয়ে গেছে।

প্রধান উপদেষ্টা বলেন, আবু সাঈদ একটা পুরো জাতিকে জাগিয়ে দিয়েছে। দুঃস্বপ্ন ও বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি। সে এটা দেখিয়ে গেল আমরা কত বর্বর হতে পারি। আমরা স্বাধীন-মুক্ত জাতি বলতেছি। এসব ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কী উপায়, সেটা জানার জন্য রংপুরে এসেছি আবু সাঈদের কাছাকাছি। তার কাছে আমরা মাফ চেয়েছি তোমাকে বর্বরতা থেকে মুক্তি দিতে পারিনি। ভবিষ্যতে যেন এটা আর না হয়, এটাই আমাদের বিষয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর