thereport24.com
ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১,  ১৭ রবিউল আউয়াল 1446

২৫ কোটি টাকা আত্মসাতের মামলা : ড. ইউনূসসহ ১৪ জনকে খালাস

২০২৪ আগস্ট ১১ ২৩:৪৩:১৭
২৫ কোটি টাকা আত্মসাতের মামলা : ড. ইউনূসসহ ১৪ জনকে খালাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১১ আগস্ট) বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত থেকে আসামিদের খালাস দেওয়া হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও কোর্ট পরিদর্শক আমির হোসেন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করছেন।

আদালত সূত্রে জানা যায়, ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৪ ধারা অনুসারে মামলা প্রত্যাহার করে আসামিদের খালাস প্রদানসহ অবরুদ্ধ ও ক্রোককৃত সম্পত্তি অবমুক্তির আবেদন করা হয়েছিল দুদকের পক্ষ থেকে। কমিশনের অনুমোদনক্রমে যেহেতু মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাই মামলা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি তারিখের আদেশে দেওয়া অবরুদ্ধকৃত সম্পত্তি অবমুক্ত করা হয়েছে। আদালত বলেছে, ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত মামলাটি ফৌজদারি দণ্ডবিধি আইনের ৪৯৪ ধারা অনুযায়ী মামলা প্রত্যাহার করত আসামিদের মামলা থেকে খালাস প্রদানসহ অবরুদ্ধ সম্পত্তিসহ অবমুক্ত করার আদেশ প্রদান করা হয়েছে।

যারা আসামি ছিলেন, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলাম।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর