thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

 লেনদেন ব্যাপক কমেছে

২০২৪ আগস্ট ১৩ ০২:০৫:৩৬
 লেনদেন ব্যাপক কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ আগস্ট) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গত দিনের তুলনায় লেনদেন ব্যাপক কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসই’র প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮৩ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৩২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৩০ দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ১৫৩ পয়েন্টে দাড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে হয়েছে ২ হাজার ১০ কোটি ০৮ লাখ টাকা।

সোমবার (১২ আগস্ট) ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টি কোম্পানির, বিপরীতে ৩৩৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর