thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সচিবালয়ে লাগাতার অবস্থানের আলটিমেটাম

২০২৪ আগস্ট ১৬ ১৮:২০:২২
সচিবালয়ে লাগাতার অবস্থানের আলটিমেটাম

দ্য রিপোর্ট প্রতিবেদক:শনিবারের মধ্যে ক্যাডার ও নন ক্যাডার বঞ্চিত সব কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি না দিলে সচিবালয়ে লাগাতার অবস্থান কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার।

শুক্রবার বিকালে অফিসার্স ক্লাবের হল রুমে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আলটিমেটাম দেন।

এ সময় আব্দুস সাত্তার বলেন, ‘শনিবারের মধ্যে ক্যাডার ও নন ক্যাডার বঞ্চিত সব কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি দিতে হবে। উপদেষ্টা হিসাবে আলী ইমাম মজুমদারকে আমরা মানি না। তাকে অপসারণ করতে হবে। মন্ত্রিপরিষদ সচিবসহ আওয়ামী লীগ আমলের কোনো কর্মকর্তা অফিস করতে পারবেন না। এ ছাড়া বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের বরখাস্ত করতে হবে।

তিনি বলেন, এসব দাবি না মানা হলে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা রোববার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। কোনো সচিব যাতে সচিবালয়ে ঢুকতে না পারেন সেজন্য পাহারা বসানো হবে।

এ সময় বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২, ৮৪, ৮৫, ৮৬, নবম, দশমসহ বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তা এবং নন ক্যাডার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর