thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

আওয়ামী লীগ ছিল আফ্রিকার জঙ্গলের সরকার: ড. মঈন খান

২০২৪ আগস্ট ১৭ ২২:০১:২০
আওয়ামী লীগ ছিল আফ্রিকার জঙ্গলের সরকার: ড. মঈন খান

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ ছিল আফ্রিকার জঙ্গলের সরকার, স্বৈরাচারী সরকার। তারা গুলি করে শত শত মায়ের বুক খালি করেছে। বিপ্লবী ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে সন্ত্রাসী, অপরাধী, মানবাধিকার লঙ্ঘনকারী, গণতন্ত্র হরণকারী সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হয়। ১৬ বছর ক্ষমতায় থেকে তাদের মাথা গরম হয়ে গিয়েছিল। তারা কি করবে না করবে তাদের হুঁশ ছিল না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

তিনি শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পলাশের গজারিয়া ইউনিয়নের নিহত শিক্ষার্থী আমজাদ হোসেনের কবর জিয়ারত শেষে এক পথসভায় একথা বলেন। কবর জিয়ারত শেষে তিনি নিহত আমজাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতা করেন।

এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের অপর কলেজছাত্র ইমনের কবর জিয়ারত করে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, জাহাঙ্গীর, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর