thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভারতবিরোধী বিক্ষোভ

২০২৪ আগস্ট ২২ ১১:৪৮:৪১
মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভারতবিরোধী বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মধ্যরাতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

ভারতে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

বুধবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে মিছিল বের করেন তারা।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করেন। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট হয়ে ভোলা রোড প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী লিনূর ভূইয়া বলেন, আমরা ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই, এই কৃত্রিম বন্যায় আমাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব ভারতকে দিতে হবে। আপনাদের সৃষ্ট বন্যায় আমাদের বাড়িঘর ভাসিয়ে দিয়ে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান, তাহলে আন্তর্জাতিক নদী আইন মেনে আমাদের পানির অধিকার আমাদেরকে দেন।

আরেক বিক্ষোভকারী শিক্ষার্থী রসিদ সর্দার বলেন, ভারত আমাদের প্রতি দীর্ঘদিন থেকে অন্যায় করে আসছে। তারা আমাদের অধিকার হরণ করেছে। আন্তর্জাতিক নদী আইন অমান্য করে তারা এবার যে ন্যাক্কারজনক খেলায় মেতেছে এর পরিণাম ভয়াবহ হবে। আমরা ভারতকে এই বার্তা দিতে চাই যে আর কোন অন্যায় সহ্য করা হবে না। এখন থেকে সকল প্রকার অন্যায়ের উচিত জবাব দেওয়া হবে।

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর