thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

ড. ইউনূসের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

২০২৪ আগস্ট ২৮ ১০:০৮:৪০
ড. ইউনূসের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

দ্য রিপোর্ট প্রতিবেদক:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের টেলিফোন আলাপে বিনিয়োগ-বাণিজ্য, সহযোগিতা, বাংলাদেশের বন্যা পরিস্থিতি, তুরস্কের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলবাংলাদেশে আসাসহ বিভিন্ন আলোচনা হয়েছে।

আলাপকালে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, বন্যাদুর্গতদের তুরস্ক মানবিক সহায়তা দেবে।অন্তর্বর্তী সরকারের প্রধান তার্কিশ প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। এরদোয়ান ২০০৬ শান্তিতে নোবেল পাওয়া ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বন্ধু।

প্রভাবশালী বিশ্ব শক্তি তুরস্ককে বাংলাদেশে বাণিজ্য ‍ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে উৎপাদনসহ প্রধান সেক্টরগুলোতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বাংলাদেশের পুর্নগঠনে সহায়তার জন্য তুরস্ক শিগগিরই একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর