thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

এখনই বাংলাদেশিদের পুরোদমে ভিসা দেবে না ভারত

২০২৪ আগস্ট ৩১ ১০:০৪:১৭
এখনই বাংলাদেশিদের পুরোদমে ভিসা দেবে না ভারত

দ্য রিপোর্ট প্রতিবেদক:ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সেই পরিস্থিতিতে এখনই বাংলাদেশিদের পুরোদমে ভিসা প্রদান করা হবে না।

শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশিদের ভিসা প্রদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ভিসা দিচ্ছি। চিকিৎসা এবং জরুরি কারণে (আমরা ভিসা) প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন-শৃঙ্খলা স্বাভাবিক হবে, তখন পুরোদমে ভিসা প্রদানের কর্মসূচি শুরু করা হবে।’

৫ আগস্ট হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম স্থগিত করে ভারত। ১৩ আগস্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) থেকে জানানো হয়, তারা সীমিত পরিসরে পুনরায় বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর