thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

১০ দিনের জন্য মাঠের বাইরে শরিফুল

২০২৪ আগস্ট ৩১ ১৩:০৩:১৯
১০ দিনের জন্য মাঠের বাইরে শরিফুল

দ্যরিপোর্ট প্রতিবেদক:কুঁচকির চোটে দশ দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন পেসার শরিফুল ইসলাম৷ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাওয়া এই চোটের কারণে শরিফুল খেলতে পারছেন না দ্বিতীয় টেস্টে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।

শনিবার (৩১ আগস্ট) এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়জিদ ইসলামের বরাত দিয়ে বিসিবি জানায়, শরিফুলের ফিট হয়ে ফিরতে ১০ দিন লাগতে পারে।

বিবৃতিতে জানানো হয়, 'প্রথম টেস্টের পর শরিফুল একটি এমআরআই করিয়েছিলেন এবং চোট গ্রেড ওয়ান পর্যায়ে আছে। এই ধরনের ক্ষেত্রে সুস্থ হয়ে ফিরতে প্রায় ১০ দিন সময় লাগে এবং তিনি তার পুনর্বাসন শুরু করেছেন।'

দুই ইনিংস মিলিয়ে প্রথম টেস্টে শরিফুল নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে করেন ২২ রান। সামনে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ থাকায় ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর