thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সাবেক ফুটবল অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলা

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১৩:২১:৩৬
সাবেক ফুটবল অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে হামলা হয়েছে। শুক্রবার মধ্যরাতে তার বাড়িতে হামলা হয় বলে তিনি জানিয়েছেন।

সাবেক এই ফুটবলার বলেন, মূলত জায়গা দখল করতে আসা একদল দুর্বৃত্তকে বাধা দেয়ায় তার বাড়িতে হামলা করা হয়। তিনি বলেন, “বেশ কয়েকজন সন্ত্রাসী আমার জায়গা দখলের চেষ্টা করে। আমি থানায় যোগাযোগের জন্য যাই। সেসময় আমার বাসায় হামলা করা হয়।”

হামলাকারীদের পরিচয়ের ব্যাপারে মামুনুল বলেন, “এরা মূলত দখলদার বাহিনী। এদের মাঝে বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ” তিনি বলেন “মূলত তিনজনের নেতৃত্বে হামলা করা হয়েছে।”

আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে মামুনুল বলেন, “আপাতত থানায় জানিয়েছি। মামলা করা হবে।”

জাতীয় দলেন সাবেক এই ফুটবলার বর্তমানে চট্টগ্রামের সদরঘাটে নিজ বাড়িতে অবস্থান করছেন৷ সেখান থেকেই ঘটনার বর্ণনা দেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর