thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১,  ১৩ রবিউল আউয়াল 1446

ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

২০২৪ সেপ্টেম্বর ১২ ১৫:১৪:০৫
ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক:আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট।

দ্বিতীয় টেস্ট হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে।

সম্প্রতি পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানো দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় এসেছেন অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা জাকের আলী অনিক। এটি একমাত্র পরিবর্তন।

কুঁচকির চোট থেকে সেরে উঠতে না পারায় শরিফুলকে স্কোয়াডে পাওয়া যাচ্ছে না।

উইকেটরক্ষক ব্যাটসম্যান ২৬ বছর বয়সী অনিক স্কোয়াডের একমাত্র সদস্য যার এখনো অভিষেক হয়নি। ২০২৬ সালে অভিষেক হওয়ার পর থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় ৪১.৪৭। সম্প্রতি বাংলাদেশ ‘এ’দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সর্বোচ্চ ১৭২ রানের ইনিংস খেলেছেন জাকের।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মো. সৈয়দ খালেদ আহমেদ ও জাকের আলী অনিক।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর