thereport24.com
ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১,  ১০ রবিউস সানি 1446

‘ভারতের বক্তব্যে শেখ হাসিনার বিচারে প্রভাব পড়বে না’

২০২৪ সেপ্টেম্বর ১৩ ১৩:৩৩:৪৪
‘ভারতের বক্তব্যে শেখ হাসিনার বিচারে প্রভাব পড়বে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক:শেখ হাসিনাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত যা বলুক এতে তার বিচারের কোনও প্রভাব পড়বে না। আমাদের অবস্থান বৈষম্যবিরোধী দেশ গঠন। যারা গণহত্যা, টাকা পাচার করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশনসহ ছয়টি কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব কমিশন আগামী তিন মাসের মধ্যে সংস্কারের প্রতিবেদন জমা দেবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর