thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

ভারতের উত্তরপ্রদেশে ভবনধসে ১০ জনের মৃত্যু

২০২৪ সেপ্টেম্বর ১৫ ১৪:৫৬:৫২
ভারতের উত্তরপ্রদেশে ভবনধসে ১০ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক:ভারতের উত্তরপ্রদেশে একটি তিনতলা ভবনধসের একই পরিবারের ৯ জনসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

উত্তরপ্রদেশে মিরাটে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভবনধস ও হতাহতের এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার উত্তরপ্রদেশের মিরাটে একটি তিনতলা বাড়ি ধসে একই পরিবারের অন্তত নয়জন সদস্য নিহত এবং চারজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিকেল সোয়া ৫টার দিকে জাকির নগর এলাকায় ঘটনাটি ঘটে। উদ্ধার কাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার ব্রিগেড এবং পুলিশের দল তৎপরতা চালাচ্ছে।

ভবনের মালিক সেখানে একটি ডেইরি চালাতেন ফলে দুই ডজনেরও বেশি মহিষও ধ্বংসস্তুপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ১৫ জন আটকা পড়েছিল, যাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে ৯ জন মারা যায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর